বড় জয়ে বছর শুরু বার্সার
প্রকাশিত : ০৮:২৭, ৫ জানুয়ারি ২০২৫ | আপডেট: ০৮:২৯, ৫ জানুয়ারি ২০২৫
দুর্দান্তভাবে মৌসুম শুরু করলেও বর্তমান সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। চলতি মৌসুমে লা লিগাতে দীর্ঘ সময় টপে থাকলেও বর্তমানে নেমে গেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। তবে, স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট কোপা দেল রে'র শেষ ৩২-এর ম্যাচে দেপোর্টিভা বারবাস্ট্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বছর শুরু করলো কাতালান ক্লাবটি।
শনিবার (৪ জানুয়ারি) চতুর্থ স্তরের দল ইউনিয়ন দেপোর্টিভা বারবাস্ট্রোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা।
একের পর এক আক্রমণে শুরু থেকেই বারবাস্ট্রোকে চেপে ধরে বার্সেলোনা। এগিয়ে যেতে বেশি সময়ও নেয়নি তারা। ২১তম মিনিটে ডি ইয়ংয়ের ক্রস আরাউজোর হেডে বল চলে যায় এরিক গার্সিয়ার কাছে। তা পেয়ে হেডে গোল করেন এই ডিফেন্ডার।
৩১তম মিনিটে বার্সেলোনার দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। তোরের ফ্রি কিক থেকে জটলার মধ্যে বল পেয়ে তা জালে জড়ান পোলিশ স্ট্রাইকার। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে করে আরও দুই গোল।
৪৭তম মিনিটে আবারও তোরে-লেভা জুটি। তোরের পাস পেয়ে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। আর ৫৬তম মিনিটে তোরে নিজেই গোল করে স্কোরলাইন ৪-০ করেন।
নিজেদের পরের ম্যাচে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।
এমবি