ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বড় জয়ে ব্যবধান কমালো ম্যানসিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্নোমউথের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ২ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে গার্দিওলার শিষ্যরা।

শনিবার রাতে ৪-১ গোলে জিতেছে সিটি। 

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে সিটিজেনরা। সফলতা পেতেও বেশি দেরি হয়নি তাদের। ১৫ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। 

২৯ মিনিটে ব্যবধান বাড়ান আর্লিং হ্যালন্ড। বিরতির আগেই ব্যবধান ৩-০ করেন ফিল ফোডেন। বিলিংয়ের ভুলে বল পাওয়ার পর বক্সের ভেতর থেকে অনায়াসে লক্ষ্যভেদ করেন এই উইঙ্গার।

দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষ ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ৪-০ তে এগিয়ে যায় ম্যানসিটি। 

শেষ দিকে সান্ত্বনাসূচক একটি গোল পায় বর্নোমউথ। ৮৩তম মিনিটে সিটির জালে বল জড়ান লেরমা।

এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ২ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে থাকছে গার্দিওলার শিষ্যরা। আর্সেনাল ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা সিটি ৫৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

অন্য ম্যাচে দুর্বল ক্রিস্টাল প্যালেসের সঙ্গে জিততে পারেনি লিভারপুল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি