ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বড় জয়ে শেষ আটের পথে চেলসি

প্রকাশিত : ০৯:৩৬, ৮ মার্চ ২০১৯

ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে গোল করেছেন পেদ্রো, উইলিয়ান ও ক্যালাম হাডসন-ওডোই। এতে ইউক্রেনের ক্লাব দিনামো কিয়েভকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল চেলসি।

বৃহস্পতিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে শেষ ষোলোর প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে মাওরিসিও সারির দল।

ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকে দাপটের সঙ্গে খেলেছে চেলসি। তার পুরস্কার তারা পায় ম্যাচের ১৭ মিনিটে। অলিভিয়ে জিরুদের সঙ্গে বল দেওয়া নেওয়া করে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচের ৬৫তম মিনিটে বাঁ দিক থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে রক্ষণ প্রাচীরের উপর দিয়ে কাছের পোস্ট ঘেঁষে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান।

আর ম্যাচের শেষ মুহূর্তে ক্যালাম-হাডসন ওডোয় করেন চেলসির তিন নম্বর গোল। ডি-বক্সে সতীর্থের ছোট পাস নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড। এতে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

আগামী বৃহস্পতিবার ফিরতি পর্বে কিয়েভের মাঠে খেলবে ব্লুজরা। তারপর চূড়ান্ত হবে কে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি