বড় জয়ের পথে টাইগাররা
প্রকাশিত : ১৭:১৫, ১৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:০৩, ১৯ জানুয়ারি ২০১৮
টাইগারদের দেওয়া রানের পাহাড়ের নিচে আগেই চাপা পড়েছিল লঙ্কানরা। এবার ব্যাটসম্যানদের দেখানো পথেই হাঁটছে বোলাররাও। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫৭ রান খরচে ৯ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। ৩২১ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে সাঙ্গাকারার উত্তরসূরীরা।
দ্বিতীয় ওভারে নাসিরে অফ স্পিনে বোল্ড হয়ে ফেরেন কুশল ফেরেরা। এরপর ভালভাবেই দলকে এগিয়ে নিচ্ছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান উপল থারাঙ্গা। তবে শেষ পর্যন্ত মাশরাফির বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৫ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
এরপর কুশল মেন্ডিজকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেওয়া জোড়া আঘাত হানেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। এদিকে মাশরাফির আঘাতের পর কাটার বয় মোস্তাফিজও তুলে নেন নিরশান ডিকওয়েলার উইকেট। মাত্র ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
এরপর দিনেশ চান্দিমালকে রান আউট করার পর অ্যাসেলা গুনারত্নকে ফিরিয়ে দেন সাকিব। একই ওভারে ফিরিয়ে দেন হাসারাঙ্গাকে।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে টাইগাররা সংগ্রহ করেন ৩২০ রান। তামিম-সাকিব ও মুশফিকের হাফ সেঞ্চুরির উপর ভর করে এ রানের পাহাড় গড়ে টাইগার বাহিনী।
এমজে/