বড় ধরনের সাইবার হামলার আশংকা
প্রকাশিত : ১২:৫৫, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৯:০৬, ১৪ মে ২০১৭
আবারও বড় ধরনের সাইবার হামলার আশংকা করছেন যুক্তরাজ্যের নিরাপত্তা বিশেষজ্ঞরা। আপাতত কম্পিউটার ভাইরাস র্যানসমওয়ারের বিস্তার বন্ধ করা সম্ভব হলেও হামলাকারীদের কাছে উন্নত প্রযুক্তি রয়েছে বলে মনে করছেন তারা। এদিকে, সাইবার হামলার মূল পরিকল্পনাকারীদের ধরতে তদন্তে নেমেছে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা সংস্থা- ইউরোপোল।
র্যানসমওয়ার। মাত্র ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আতংক সৃষ্টিকারী এই কম্পিউটার ভাইরাসের ভয়াবহতা এখনও কাটেনি। এর মাঝেই আরো ভয়ংকর তথ্য দিলেন ম্যালওয়ার টেক নামধারী যুক্তরাজ্যের এক সাইবার নিরাপত্তা গবেষক।
তিনি জানান, সাইবার হামলাকারীদের থেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং আরো বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। এ’জন্য প্রয়োজনীয় উন্নত প্রযুক্তিও তাদের কাছে রয়েছে বলে মনে করছেন তিনি।
আপাতত ডোমেন রেজিস্টারের মাধ্যমে র্যানসমওয়ারের বিস্তার ঠেকানোর উপায় বের করেছেন ওই গবেষক। তবে, হামলাকারীরা যেকোন সময় কোড পাল্টে আবারও আক্রমণ চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে। এক্ষেত্রে কম্পিউটার ব্যবহারকারীদের দ্রুত অপারেটিং সিস্টেম আপডেট করার তাগিদ দিয়েছেন তিনি।
এদিকে, ইউরোপের দেশগুলোর পুলিশের সংস্থা- ইউরোপোল বলছে, বিশ্বব্যাপী সাইবার হামলার গতি কিছু কমেছে। বিভিন্ন দেশে আক্রান্ত সংস্থাগুলোকে নিয়ে কাজ করছে ইসি-থ্রি নামে সাইবার ক্রাইম টিম। হামলার ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত শুরু করেছে সংস্থাটি।
শুক্রবার রাত থেকে বিশ্বের প্রায় ১শ’ দেশের ১ লাখ ২৫ হাজারের বেশি কম্পিউটার সাইবার হামলার শিকার হয়। মাত্র একদিনে স্বাস্থ্য, টেলিকম, জ্বালানিসহ অনেক গুরুত্বপূর্ণ খাত থেকে ২২ হাজার ইউরোর বেশি অর্থ হাতিয়ে নেয় হামলাকারীরা।
আরও পড়ুন