ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বড় বিনিয়োগ নিয়ে আসছে আদানি ও উইলমার

প্রকাশিত : ২২:১৩, ২১ জানুয়ারি ২০১৯

বাংলাদেশে যৌথ বিনিয়োগ নিয়ে আসছে ভারত ও সিঙ্গাপুরের বহুজাতিক প্রতিষ্ঠান আদানি গ্রুপ ও উইলমার গ্রুপ। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০০ একর জমি ইজারা পেতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে সোমবার একটি চুক্তি সই করেছে এই দুই কোম্পানি। এ শিল্পনগরে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকায় (৪০ কোটি ডলার) ১১টি কারখানা স্থাপন করা হবে ।

আদানি-উইলমার যৌথ উদ্যোগের পক্ষে ইজারা চুক্তিতে সই করেন বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডের মহাব্যবস্থাপক ইনাম আহমেদ। বেজার পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য মোহাম্মদ আইয়ুব।

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে (ইজেড) নজর বাড়ছে বিদেশি উদ্যোক্তাদের। একের পর এক বিদেশি বড় কোম্পানি ইজেডে বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ইজেডে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে বড় বিনিয়োগ করতে চায় সিঙ্গাপুরের উইলমার ও ভারতের আদানি গ্রুপ। দু`দেশের দুই শীর্ষস্থানীয় কোম্পানি ৪০ কোটি ডলার বা ৩৩৫০ কোটি টাকা যৌথ বিনিয়োগ

আলাদা শিল্প পার্ক তৈরি করে খাদ্য ও কৃষিজাত পণ্য উৎপাদন করবে তারা। বছরভিত্তিক ভাড়ার বিনিময়ে এ জমি ইজারা দেওয়া হচ্ছে। ইজারা নেওয়া জমি হস্তান্তরের ছয় মাসের মধ্যে উন্নয়ন কাজ শুরু করবে। উন্নয়ন কাজ শেষ করে আগামী তিন বছরের মধ্যে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই শিল্প পার্কে ১১টি কারখানা স্থাপন করা হবে। এ কোম্পানি আমদানির বিকল্প পণ্য তৈরির পাশাপাশি রফতানির জন্য শিল্প স্থাপন করবে। পরিকল্পনা অনুযায়ী কম্পোজিট খাদ্য পণ্য উৎপাদনের জন্য এই শিল্প পার্ক স্থাপন হলে সাড়ে তিন হাজার লোকের কর্মসংস্থান হবে। তারা নিজস্ব উদ্যোগে বর্জ্য শোধনাগার তৈরি করবে। এ ছাড়া আলাদা লজিস্টিক ইয়ার্ড ও ওয়্যারহাউস নির্মাণ করবে।

গত বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরের সময় বিনিয়োগের জন্য মৌখিক প্রস্তাব দেয় উইলমার। উইলমার ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার পুয়া সেক গুয়ানকে বিনিয়োগের জন্য মিরসরাইয়ে ৫০ একর জমি পরিদর্শনের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। কোম্পানিটিকে শিল্প স্থাপনে জমি দেওয়ার আশ্বাস দেন তিনি।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানান, সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরপরই গত বছরের এপ্রিলে উইলমার গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা কুওক খন হং বঙ্গবন্ধু শিল্প নগরী পরিদর্শন করেন। শিল্প নগরীর পুরো ব্যবস্থা ও বিনিয়োগ সম্ভাবনা দেখে ৫০ একর থেকে বাড়িয়ে ১০০ একর জমি চান তারা। বিদেশি বিনিয়োগের মধ্যে এটি অনেক ভালো প্রস্তাব।

পবন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শিল্প নগরীতে চীন, জাপান ও কোরিয়াসহ বিভিন্ন দেশের বড় বিনিয়োগ প্রস্তাব রয়েছে। বিনিয়োগ বাস্তবায়নে সেবা দেওয়া এখন বড় চ্যালেঞ্জ। সহজভাবে সেবা দিতে কাজ করছেন তারা। ইজেডে বিদেশি বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি বলেন, আদানি ও উইলমারের বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়ন হলে ইজেডে উন্নতমানের খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পের পণ্য তৈরি হবে। এতে দেশের ভোক্তারাও উপকৃত হবেন।

বর্তমানে উইলমার ও আদানির যৌথ বিনিয়োগে বাংলাদেশ ভোজ্যতেল শোধন ও বিপণন করছে বাংলাদেশ এডিবেল অয়েল লিমিটেড (বিইওএল)। জানা গেছে, ১৯৯৩ সালে শতভাগ বিদেশি মালিকানার প্রতিষ্ঠান হিসেবে বিইওএল বাংলাদেশে কার্যক্রম শুরু করে। সে সময় তাদের মূল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বা হোল্ডিং কোম্পানি ছিল লেভারিয়ান হোল্ডিংস প্রাইভেট লিমিটেড। সিঙ্গাপুরভিত্তিক এ প্রতিষ্ঠানের যৌথ অংশীদারত্বে ছিল উইলমার ইন্টারন্যাশনাল লিমিটেড ও সাইম ডারবি বারহাদ। ১৯৯৩ থেকে ২০১২ সাল পর্যন্ত এ দুটি প্রতিষ্ঠানের অংশীদারত্বেই লেভারিয়ান হোল্ডিংসের নিয়ন্ত্রণেই পরিচালিত হয় বিইওএল। ২০১২ সালের শেষ দিকে সাইম ডারবি বারহাদের অংশীদারত্ব কিনে নেয় ভারতের আদানি গ্রুপ। তখন থেকে উইলমারেরই যৌথ অংশীদারত্বে গড়ে ওঠে ভারতীয় প্রতিষ্ঠান আদানি উইলমার লিমিটেড। এখন বিইওএলের মূল নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এটি। ২০১৬ সালে বিদেশি কোম্পানি সেভেন সার্কেল বিটুমিন অ্যান্ড এডিবল অয়েলের বাংলাদেশের ভিওলা ব্র্যান্ডের কারখানা ১৫০ কোটি টাকায় কিনে নেয় বিইওএল।

বর্তমানে দেশে রূপচাঁদা, মিজান, কিংস, ফরচুন, ভিওলা ও লাকির মতো ব্র্যান্ডের ভোজ্যতেল বিক্রি করছে বিইওএল। এর মধ্যে রূপচাঁদা সয়াবিন ও সরিষার তেল, কিংস সূর্যমুখী তেল বেশ জনপ্রিয়তা পেয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি