ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ৩ মার্চ ২০২৩

প্রথম ওয়ানডেতে ডেভিড মালানের কাছে হেরেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের ত্রাতা হয়ে উঠলেন জেসন রয়। তার দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অতিথিরা। ১২৪ বলে ১৩২ রান করে তিনি সাকিব আল হাসানের শিকার হন।

প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং নিয়ে সাফল্য মেলেনি। তাই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বেছে নিয়েছে বোলিং। টসে হেরে আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে ইংল্যান্ড। তবে তাদের শুরুর ছন্দ ভেঙেছেন তাসকিন আহমেদ।

ইনিংসের সপ্তম ওভারে ইংলিশ ওপেনার ফিল সল্টকে বিদায় করে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তাসকিন। ডানহাতি পেসারের বল মোকাবিলায় স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার সল্ট। ১৫ বলে তিনি করেছেন ৭ রান, দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

ওপেনার ফিল সল্টের বিদায়ের পর জমে ওঠে ইংল্যান্ডের দ্বিতীয় জুটি। জেসন রয়ের সঙ্গে প্রতিরোধের আভাস দেন আগের দিনের সেঞ্চুরিয়ান ডেভিড মালান। তবে থিতু হওয়ার চেষ্টায় থাকা মালানকে বিদায় করে প্রতিরোধ ভাঙলেন মিরাজ। এরপর চারে নামা জেমস ভিঞ্চকে বিদায় করেন তাইজুল ইসলাম। তবে উইকেটে টিকে গিয়ে সেঞ্চুরি তুলে নেন জেসন রয়। ব্যাটিংয়ে দাপট দেখানো রয়কে ১৩২ রানে থামালেন সাকিব। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ দলনায়ক তামিম ইকবাল। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি