ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এলগারের দেড়শ, আমলার সেঞ্চুরি

বড় সংগ্রহের পথে দ. আফ্রিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০১৭

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও ধারহীন বোলিং করছেন টাইগার বোলাররা। পচেফস্ট্রমের সেনিউজ পার্কে টেস্টের দ্বিতীয় দিনেও উইকেটশূণ্য মুস্তাফিজরা। ডিন এলগার ও হাশিম আমলার ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে যাচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে  ৩৯৫ রান। উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস নিয়ে অপরাজিত আছেন। যেভাবে ব্যাট করছেন তাতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চরি পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হবেনা এই বাঁহাতিকে। তিন নম্বরে নামা হাশিম আমলাও তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। এলগার ১৬৫ ও আমলা ১২৯ রানে ব্যাট করছেন।

সূত্র : ক্রিকইনফো।

এমআর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি