ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বড়পুকুরিয়া কয়লাখনি মামলায় ২৮ মে আদেশ দেবে আপিল বিভাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ২২ মে ২০১৭ | আপডেট: ১৯:০৩, ২২ মে ২০১৭

Ekushey Television Ltd.

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর ২৮ মে আদেশ দেবে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন। 
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্র“য়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে দুদক।
ওই মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন গত বছরের ১৭ সেপ্টেম্বর খারিজ করে রায় দেন হাইকোর্ট। সেই সঙ্গে মামলার কার্যক্রমে এর আগে দেয়া স্থগিতাদেশ তুলে নেয়া হয়।
পরে এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া।
বর্তমানে ঢাকা বিশেষ জজ আদালত -৯ এ চলছে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি