ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বড়সড় পরিবর্তন আসছে বিসিবি’র পরিচালনা পর্ষদে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ২৯ আগস্ট ২০২৪ | আপডেট: ১২:৫৫, ২৯ আগস্ট ২০২৪

বড়সড় পরিবর্তন আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্যদে। ফারুক আহম্মেদ সভাপতির দায়িত্ব নেয়ার পর বিসিবির প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। সভায় নেওয়া হবে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

পূর্বাচলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের ভবিষ্যৎ, বোর্ডের বিভিন্ন কমিটির দায়িত্ব বণ্টন, বিপিএল, জাতীয় দলের প্রধান কোচের মেয়াদ, নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে এই সভায়। 

আভাস আছে, পরিচালনা পর্যদের সদস্যপদ হারাতে যাচ্ছেন অনেকে। দুর্জয়-মল্লিকের সঙ্গে পদ হারাতে পারেন আ জ ম নাছির, এনায়েত হোসেন সিরাজ, ওবেদ রশীদ নিজাম, শফিউর রহমান চৌধুরী নাদেলদের মতো পরিচালকরাও। 

জালাল ইউনুসের জায়গায় ক্রিকেট অপারেশন্স ও গেম ডেভেলপমেন্টে দেখা যেতে পারে নতুন করে পরিচালক হওয়া নাজমুল আবেদীন ফাহিমকে। 

বেলা ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে এই সভা।

সভায় অলরাউন্ডার সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একটি হত্যাকান্ডের মামলার আইনি নোটিশের প্রেক্ষিতে জাতীয় দল থেকে সাকিব আল হাসানকে বহিষ্কারের আলোচনা সামনে আসে। আর আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও হাথুরুসিংহের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।

এর আগে গত ২১ আগস্ট ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেটের সর্বময় কর্তা নাজমুল হাসান পাপন। বৈঠকে নতুন সভাপতি করা হয় ফারুক আহমেদকে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুকের। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি