ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বয়সতো সংখ্যামাত্র!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৫১, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী সুশ্মিতা সেন গ্ল্যামারের মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন। আগের সেই আবেদনে কিছুমাত্রায়ও ভাটা পড়তে দেননি। যেন আগের সেই আবেদনময়ী কিশোরীটিই রয়ে গেছেন। রূপ-যৌবনে এই গ্ল্যামার ধরে রাখা সুশ্মিতা বেশ কিছুদিন হলো ৪৩ পা দিলেন।

তবে বয়সে বুড়ো হয়ে ওঠলেও, রূপ-যৌবন আর লাবণ্যে এখনো যেন ষোলোতেই রয়ে গেছেন প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব সুন্দরীর মুকুট জয় করা জনপ্রিয় এই অভিনেত্রী।

১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন সুশ্মিতা। সম্প্রতি ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০১৮ তোলা বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে গুণী এই অভিনেত্রীর। আর এই ছবিগুলো দেখে আপনি-নিশ্চই বলবেন, সুশ্মিতার বয়সতো ১৬-৩০ বছরের মধ্যে হবে। হ্যা আপনি ভুল করছেন, ১৯৭৫ সালে ওনি জন্মগ্রহণ করেছেন, যারা বর্তমান বয়স ৪২ পেরিয়ে ৪৩-এ দাঁড়িয়ে।

প্রশ্ন করা হয়, সুশ্মিতাকে আপনার রূপ যৌবনের গোপন রহস্য কী? সুশ্মিতা ছটফট বলে দিলেন, বয়সতো কেবলই একটি সংখ্যা! আর সংখ্যা দিয়ে মানুষের সুস্থতা ও শারীরিক ফিটনেস পরিমাপ করা যায় না।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি