বয়সসীমা ৩৫ এর দাবিতে মানববন্ধন
প্রকাশিত : ১৫:৩০, ২৭ জানুয়ারি ২০১৮
সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদদের ব্যানারে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পড়াশুনা ও উচ্চতর ডিগ্রি নিতে একজন শিক্ষার্থীর বয়স ২৮ থেকে ২৯ হয়ে যায়। এ কারণে সরকারি চাকরি প্রস্তুতি নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। বিভিন্ন দেশের উদাহরন টেনে বক্তারা বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ করা হয়েছে। আমাদের দেশেও তা করা উচিত। বর্তমানে সরকারি চাকরি থেকে অবসরের সময়সীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ করা হয়েছে। তাই প্রবেশের বয়সসীমা ৩৫ করলে তা অযৌক্তিক হবেনা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সঞ্জয় দাস, ইমতিয়াজ হোসেন, সবুজ ভুঁইয়া, হারুন অর রশীত, সুদীপ পাল, শুভ্র শর্মা, খালেদা আক্তার প্রমুখ। উল্লেখ্য, ২০১২ সালের ৩১ জানুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার প্রস্তাব করেছিলেন। তার পর থেকে দাবিটি সাধারণ ছাত্র ও চাকরী-প্রত্যাশীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়।
এএ/ এমজে
আরও পড়ুন