
ভরাডুবির ভয়ে বিএনপি বাকী ধাপের ইউনিয়ন নির্বাচন বয়কটের চিন্তা করছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শনিবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে মুজিবনগর সরকার দিবস উদযাপনে প্রস্তুতি সভা শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, ইউনিয়ন পরিষদের হয়ে যাওয়া নির্বাচনগুলোতে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে বিএনপি। সামনে আরও ভরাডুবি’র সম্ভাবনা রয়েছে, আর তাই বিএনপি নির্বাচনে না আসার কথা ভাবছে। নির্বাচনে বিশৃংখলার জন্য মেম্বার প্রার্থীরা দায়ী উল্লেখ করে প্রশাসনকে এ ব্যাপারে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।