ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বিশেষ সুযোগ

ভরিতে এক হাজার টাকা দিলেই অবৈধ সোনা বৈধ

প্রকাশিত : ১৩:২৪, ১৩ জুন ২০১৯

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘স্বর্ণ কর মেলা’। এই মেলায় দেশের স্বর্ণ ব্যবসায়ীরা প্রতি ভরিতে এক হাজার টাকা কর দিয়ে অবৈধ সোনা বৈধ করতে পারবেন।

আগামী রবিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তিন দিনের এ মেলা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই মেলা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই মেলার আয়োজন করছে।

বাজুসের সাধারণ সভা ও স্বর্ণ কর মেলা সম্পর্কিত সভায় এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ রায়, কাজী সিরাজুল ইসলাম, সহসভাপতি এনামুল হক খান, বর্তমান সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

দিলীপ কুমার আগারওয়াল বলেন, ‘দেশের জুয়েলারি শিল্পকে এগিয়ে নিতে ঢাকার অদূরে একটি জুয়েলারি পল্লী স্থাপন প্রয়োজন। এ জন্য সরকারের কাছে জমি বরাদ্দের পাশাপাশি একটি আধুনিক জুয়েলারি ইনস্টিটিউট তৈরিতে সহযোগিতা করার দাবি  জানাই।’

তিনি বলেন, ‘সরকার স্বর্ণ ব্যবসায়ীদের এসব সুবিধা দিলে ১০ বছরের মধ্যে এ দেশের জুয়েলারিশিল্প বিশ্ববাজারে নেতৃত্ব দিতে পারবে।’

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি