ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভর্তি জালিয়াতি চক্রের মুল হোতা ঢাবি ছাত্রসহ আটক ৪, অপহৃতকে উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ২২ এপ্রিল ২০১৭ | আপডেট: ২০:০১, ২২ এপ্রিল ২০১৭

ভর্তি জালিয়াতি চক্র

ভর্তি জালিয়াতি চক্র

Ekushey Television Ltd.

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি সংঘবদ্ধ চক্রের মুল হোতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রোকনসহ চারজনকে আটক করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে এক অপহৃতকে।
শনিবার দুপুরে র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি সংঘদ্ধ চক্র টাকার বিনিময়ে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষা দিয়ে ছাত্র ভর্তি করে থাকে। ভর্তির পর কোন প্রার্থী টাকা দিতে অস্বীকার করলে তাদের অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়। গত ১৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানা এলাকা থেকে সৌরভ নামে এক ছাত্রকে অপহরণ করে। পরে সৌরভের বাব বিষয়টি টাঙ্গাইল র‌্যাবকে জানালে র‌্যাব অপহরণকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে ও তাদের গ্রেফতার ও সৌরভকে উদ্ধার করে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি