ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

ভর্তিযুদ্ধ শুরু ঢাবিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ১৫ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:০৮, ১৬ সেপ্টেম্বর ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ব্যাবসায়ে শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছেশুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া ভর্তি পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্তআর বিকালে অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সি ইউনিটের পরীক্ষা।

এদিন ঢাবির ভর্তি যুদ্ধে অংশ নিতে সকাল সাড়ে ৯টা থেকে কেন্দ্রগুলোতে প্রবেশ করে ভর্তিচ্ছুরা। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়াও শিক্ষার্থীদের প্রবেশমুখে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে।

ঢাবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৫৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাই স্কুল, আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং অগ্রণী স্কুল ও কলেজ।

উল্লেখ্য, এই ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৯ হাজার ৩১১ জন শিক্ষার্থী।

আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি