ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ১১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আবারও কার্ডধারী এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবি। 

রোববার সকালে রাজধানির বেগুনবাড়িতে এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ভর্তূকি মূল্যে পণ্য বিক্রি চলবে বলে জানান তিনি।

টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা কম মূল্যে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি ও পেঁয়াজ কিনতে পারছেন।

বাজারে প্রতি লিটার সয়াবিন ১৯২ টাকা, সেখানে টিসিবি দিচ্ছে ১১০ টাকায়। আর চিনি মিলছে কেজি প্রতি ৫৫ ও মসুর ডাল ৬৫ টাকায়। আর ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ। তাইতো কার্ড হাতে লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। কম দামে পণ্য পেয়ে খুশি তারা। 

বাণিজ্য সচিব বলেন, প্রতি মাসে একবার করে এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য দেয়া হবে। যতোদিন প্রয়োজন, ততোদিনই চলবে এই কার্যক্রম। 

তিনি আরও বলেন, সরকার দরিদ্র মানুষের মধ্যে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করছে। এ বরাদ্দ আরও বাড়ানো হবে। এসময় তিনি টিসিবির বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পালনের জন্য ডিলার এবং কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

বর্তমান বাজার মূল্যে এ কার্যক্রম চালাতে সরকারকে বছরে ৫ হাজার ২০০ কোটি টাকারও বেশি ভর্তুকি দিতে হবে বলে জানান বাণিজ্য সচিব। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি