ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ভাঁজ করা নোটবুক আনছে মাইক্রোসফট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ১৬ ডিসেম্বর ২০১৭

ভাঁজ করা (ফোল্ডিং) যাবে এমন দুই পর্দার নোটবুক আনছে মাইক্রোসফট। এর আগে ২০০৮ সালেকুরিয়ারনামে একটি বুকলেট পিসির ধারণা এনেছিল মাইক্রোসফট। তবে সেটি ২০১০ সালে বাতিল করে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের এক পেটেন্ট থেকে ধারণা করা হচ্ছে, দুই পর্দার নতুন নোটবুক হবে অনেকটা ‘কুরিয়ার’-এর মতো। নোটটিতে দুইটি ভিন্ন পৃষ্ঠতল রয়েছে, এটির একটি ‘সেলফ-রেগুলেটিং হিঞ্জ’ দিয়ে আটকানো থাকবে। এর ফলে লেনোভো ইয়োগা নোটবুকের মতো বিভিন্ন অবস্থানে ব্যবহার করা যাবে এটি।

তবে এর ডিভাইস কীভাবে কাজ করবে সেটি বলা হলেও ডিভাইসের সফটওয়্যার কেমন হবে তা উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে দুই পর্দা থাকায় বেজেলের ক্ষেত্রে যে সমস্যা হবে তা সমাধান করতে বিশেষ কব্জা ব্যবহার করবে মাইক্রোসফট। নোটটিতে দুইটি এজ-টু-এজ পর্দা এমনভাবে রাখা হয়েছে যে মনে হয় একটি অপরটিকে স্পর্শ করে আছে। দুই পর্দার মাঝে চোখে পড়ার মতো কোনো ফাঁক রাখা হয়নি। সূত্র: আইএএনএস।

 

আর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি