তৈমূরকে শামীম ওসমান
ভাই আপনাকে নেতা বানিয়ে দিলাম
প্রকাশিত : ১২:৫৫, ৩১ জানুয়ারি ২০১৮

রাজনীতির মাঠে তারা একে-অপরের কঠিন প্রতিপক্ষ হলেও উভয়ের মধ্যে বড় ভাই-ছোট ভাইয়ের সম্পর্ক। আর কোনো কারণে পাশাপাশি অবস্থানের সুযোগ পেলে উভয়েই মেতে ওঠেন হাসি-ঠাট্টায়। তাদের একজন আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। অন্যজন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
বিগত কয়েক বছর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে উভয় নেতাই নিজ নিজ দলের পক্ষে উপস্থিত থাকেন আদালতে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বারের নির্বাচনেও তারা উপস্থিত ছিলেন নিজ নিজ দলের পক্ষে। নির্বাচন চলাকালে দুপুরে শামীম ওসমান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের উদ্দেশ্যে বলেন, `ভাই, আপনাকে তো নেতা বানিয়ে দিলাম। আমার কথায় নাকি আপনাকে গ্রেফতার করা হয়েছিল। এখন ফি হিসেবে আমাকে এক হাজার টাকা দেন।` এসময় তৈমুর সহাস্যে পকেট থেকে ১ হাজার টাকা বের করে শামীম ওসমানকে দিলে তিনি সেটা গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২১ ও ২২ জানুয়ারি দুটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নেন শামীম ওসমান ও তৈমুর আলম খন্দকার। পরে ২৩ জানুয়ারি তৈমুর আলম খন্দকারকে আদালতপাড়ার বাইরে থেকে গ্রেফতার করে পুলিশ। তখন তৈমুর অভিযোগ করেছিলেন, শামীম ওসমানের সঙ্গে টকশোতে উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণেই তাকে পুলিশ করে গ্রেফতার করেছে। তবে একদিন কারাভোগের পর ২৫ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান।
একে//
আরও পড়ুন