ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাইরাল জ্যাকলিন এর নাচ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ২১:৩৯, ১৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

‘এক দো তিন’ শুনলেই মনে পড়ে বলিউডের মাধুরী দীক্ষিতকে। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেজাব’ ছবির এই গানের সঙ্গে মাধুরীর নাচ ঢুকে পড়েছে সিনে ইতিহাসে। এ বার সেই গানের সঙ্গে নেচে মাধুরীকে ট্রিবিউট জানালেন জ্যাকলিন ফার্নান্ডেজ। 

টাইগার শ্রফ এবং দিশা পাটানির ছবি ‘বাঘি ২’-এ দেখা যাবে জ্যাকলিনের এই নাচ। সদ্য মুক্তি পেয়েছে সেই ভিডিও। যা আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। কম্পোজিশন করেছেন সন্দীপ শিরোদকর। লক্ষ্মীকান্ত পেয়ারেলালের কম্পোজিশনে আসল গানটি গেয়েছিলেন অলকা যাজ্ঞিক।

এ প্রসঙ্গে জ্যাকলিন বলেন, ‘‘ওই গানটায় মাধুরী ম্যামের পারফরম্যান্স দেখার জন্য অপেক্ষা করে থাকতাম। এটা ওঁর প্রতি আমার ট্রিবিউট। আমি তো কোন ছাড়, কেউই ওঁর অরিজিনাল পারফরমন্যান্সের ধারেকাছে আসতে পারবে না।’’

অরিজিনাল ভার্সনের কোরিওগ্রাফ করেছিলেন সরোজ খান। জ্যাকলিনের কোরিওগ্রাফিও সরোজ করেছেন। তাঁকে সাহায্য করেছেন গণেশ আচার্য এবং আহমদ খান। সব কিছু ঠিক থাকলে আগামী ৩০ মার্চ মুক্তি পাবে এই ছবি।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি