ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাওয়াইয়ার রাজপুত্র উপাধিতে ভূষিত হচ্ছেন মুস্তাফা জামান আব্বাসী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪২, ৫ মে ২০১৮ | আপডেট: ২৩:৪৩, ৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

ভাওয়াইয়া সম্রাটপুত্র  সংগীতশিল্পী,  সুরকার,  গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসীকে  ‘ভাওয়াইয়ার রাজপুত্র’  উপাধি দেওয়া  হচ্ছে।

আগামীকাল রোববার ভাওয়াইয়ার বিশেষায়িত সংগঠন ভাওয়াইয়া অঙ্গনের  উদ্যোগ ও চ্যানেল আইয়ের সহযোগিতায় এই উপাধি প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। চ্যানেল আই স্টুডিওতে এটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর  এমপি। আরো উপস্থিত থাকবেন শামসুজ্জামান খান,  আসমা আব্বাসী,  ইন্দ্র মোহন রাজবংশী,  সুজিত মোস্তফা,  ড. নাশিদ কামাল,  কীরণ চন্দ্র রায়,  আবু বকর সিদ্দিক,  দীপ্তি রাজবংশী,  আনিসুল হক,  মিন্টু রহমান,  ভাওয়াইয়া অঙ্গনের সভাপতি  সালমা মোস্তাফিজ প্রমূখ।

অনুষ্ঠানে একক গান গাইবেন মুস্তাফা জামান আব্বাসী,  ড. নাশিদ কামাল,  রণজিৎ কুমার রায়,  মনিফা মোস্তাফিজ ,  সাজু আহমেদ প্রমুখ।   

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি