ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ভাঙতে হচ্ছে বিএফডিসির মূল ফটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ২০ ডিসেম্বর ২০১৭

অল্পদিনে শুরু হবে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ। আর এজন্য ১২.৫ শতাংশ জায়গা ছেড়ে দিতে হচ্ছে বিএফডিসিকে। ফলে বিএফডিসির মূল ফটক আর আগের জায়গায় থাকছে না। বর্তমান ফটকের পশ্চিমদিকে নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে। সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন গেইট নির্মাণ করা হবে।

বিএফডিসির কারিগরি ও প্রকৌশল পরিচালক মো. আজম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএফডিসিকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের জন্য মোট ১২.৫ শতাংশ জায়গা ছেড়ে দিতে হবে। ওই জমির আর্থিক মূল্যও দিয়েছেন সরকার। বিএফডিসিও জায়গা খালি করে দিয়েছে।

মো. আজম আরও বলেন, এই চিঠিটা আমরা কয়েকমাস আগেই পেয়েছি। এখন যে জায়গায় বিএফডিসির গেট রয়েছে তা আর কিছুদিন পর থাকবে না। কিছুটা পশ্চিমদিকে সরে যাবে বিএফডিসির মূল ফটক। যেখানে আমরা নতুন বছরের জুলাই মাসে শুরু করব বহুতল ভবনের নির্মাণ কাজ। আমরা এরই মধ্যে প্রস্তুতি নিয়েছি, জায়গা খালি করেও রেখেছি।

তবে এজন্য শুটিংয়ের কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি