ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ভাঙনরোধে শত কোটি টাকার বাঁধ নির্মাণ করা হয় আবার ভেঙেও যায়

প্রকাশিত : ১২:০০, ৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:০০, ৪ আগস্ট ২০১৬

পানিতেই যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের টাকা। ভাঙনরোধে প্রতি বছর শত কোটি টাকার যে বাঁধ নির্মাণ করা হয় তা ভেঙেও যায় পরের বছর। ধারাবাহিক এই দুর্নীতি বন্ধে টাস্ক ফোর্স গঠন করলেও বন্ধ হয়নি অনিয়ম ও দুর্নীতি। গেল দশ বছরে দেশের প্রধান তিন নদী পদ্মা- মেঘনা- যমুনা আর শাখা নদীগুলোর সাড়ে চার হাজার কিলোমিটার পাড় কম-বেশি ভেঙেছে । কোথাও বাঁধ নির্মাণ, কোথাও গ্রোয়েন আবার অনেক জায়গায় বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা হয়েছে। কিন্তু স্রোতের তোড়ে তার বেশিরভাগই ধ্বসে গেছে। মাঝ থেকে খরচ হয়েছে শত-শত কোটি টাকা। ঠিকাদারদের পছন্দের তালিকায় তাই পানি উন্নয়ন বোর্ডই শীর্ষে। কারণ এই সেক্টরে ঠিকাদাররা অনেক ক্ষেত্রেই লাভ ৬০ থেকে ৭০ শতাংশ। কর্তৃপক্ষ বলছে, আগে লোপাট হলেও এখন বন্ধপ্রায়। বিশেষজ্ঞরা বলছেন, বন্যা নিয়ন্ত্রণ আর ভাঙন ঠেকাতে ক্যাপিটাল ড্রেজিংয়ের বিকল্প নেই। পানি উন্নয়ন বোর্ডের টাকা যাতে পানিতেই নিঃশেষ না হয় তার জন্য তদারকি বাড়ানোর দাবি তাঁদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি