ভাঙা রাস্তাঘাট আর ময়লার দুর্গন্ধে জেরবার বনশ্রী এলাকার বাসিন্দারা
প্রকাশিত : ১০:১১, ২১ জুলাই ২০১৬ | আপডেট: ১০:১১, ২১ জুলাই ২০১৬
নামেই পরিকল্পিত আবাসিক এলাকা রাজধানীর বনশ্রী। ভাঙা রাস্তাঘাট আর ময়লার দুর্গন্ধে জেরবার সেখানকার সাড়ে পাঁচ লাখ বাসিন্দা। উন্নয়নের নামে কল্যাণ সমিতি কোটি টাকা চাঁদা তুললেও অকল্যাণেই তা ব্যয় হচ্ছে-এমন অভিযোগ বনশ্রীবাসীর।
খোলা আকাশ, নির্মল বাতাস আর পরিকল্পিত রাস্তাঘাটের সুবিধা পেতেই বনশ্রীতে ঘর বেঁধেছেন ১১টি ব্লকে সাড়ে চার হাজার ফ্ল্যাট মালিক।
কিন্তু যাপিতজীবনের বাস্তবতা একেবারেই ভিন্ন। ৮৭টি রাস্তার সবগুলোই কমবেশি ভাঙ্গা। কোথাও খানাখন্দ। এলাকার অভিভাবকত্ব নিয়ে রশি টানাটানি চলছে ইস্টার্ণ হাউজিং আর সিটি করপোরেশনের মধ্যে। বাসিন্দাদের সুযোগ-সুবিধা দেখভালের দায়িত্ব যে সংগঠনের সেই কল্যান সমিতির বিরুদ্ধেই এন্তার অভিযোগ।
যত্রতত্র আবর্জনার ভাগাড়। ছড়াচ্ছে দুর্গন্ধ। অথচ এই ময়লা দূর করতেই বাসিন্দারা বছরে চাঁদা দেন ১ কোটি ৮৪ লাখ। আছে অন্যান্য ট্যাক্স।
এলাকার এমন বেহাল দশা কেন-সে প্রসঙ্গে কথা বলতে রাজি নয় সমিতির নেতারা।
আরও পড়ুন