ভাম্যমান আদালত পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ১৮মে পর্যন্ত স্থগিত
প্রকাশিত : ১৭:০৩, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৯:৫৬, ১৪ মে ২০১৭

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভাম্যমান আদালত পরিচালনা অবৈধ ঘোষনা করে দেয়া হাইকোর্টের রায় ১৮মে পর্যন্ত স্থগিত করেছে চেম্বার আদালত।
ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনের উপর শুনানি হবে। সকালে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ স্থগিতাদেশ দেন। এ আদেশের ফলে ১৮ই মে পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় নিষেধাজ্ঞা রইলো না। গেল ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত আইনের কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।
আরও পড়ুন