ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারত ও পাকিস্তানে যেদিন পালিত হবে ঈদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারত ও পাকিস্তান পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। এই দুই দেশ জানিয়েছে, শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর ব্রুনাই ও মালয়েশিয়া ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশগুলোতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। 

ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া।  এবারও সবার আগে ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে দেশটি। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি।

এদিকে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ। চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে প্রতিবেদন করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের বরাত দিয়ে শনিবার (২৯ মার্চ) স্থানীয় সময় বিকেল ৪টা ৩৬ মিনিটে এ খবর জানিয়েছে গালফ নিউজ। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলা হয়নি।

সৌদি আরব ও আরব বিশ্বের দেশগুলোতে আজ চাঁদের অনুসন্ধান করা হচ্ছে। এই আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রই জানিয়েছিল, আজ শনিবার আরব বিশ্বে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। ফলে সৌদিসহ অন্যান্য দেশে সোমবার ঈদ হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি