ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারত চায়, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরুক বাংলাদেশে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:২১, ৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাংকক সফর উপলক্ষে শুক্রবার (৪ এপ্রিল) এক বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ কথা জানান।

বিক্রম মিশ্রি জানিয়েছেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। 

বৈঠকে অধ্যাপক ইউনূস ভারতের আগ্রহের জবাবে জানান, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে যদি অতিরিক্ত কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বৈঠকে বাংলাদেশের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গও উত্থাপিত হয়। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি না এলেও তারা বিষয়টি গুরুত্বসহকারে নোট নিয়েছে, বলে বৈঠক-সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আরও জানা গেছে, এবারের বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার বিষয়টি এখন আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি