ভারত থেকে এলো চাল, এবার কি কমছে দাম?
প্রকাশিত : ১৯:৪৫, ২৬ ডিসেম্বর ২০২৪
ভারত থেকে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আমদানি করা ৫০ হাজার মেট্রিক টন চালের মধ্যে প্রথম দফায় এলো ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল।
বৃহস্পতিবার সকালে চালভর্তি জাহাজ 'এমভি তানাইজ ড্রিম' ১১ নম্বর জেটিতে ভিড়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জাহাজটি ভেড়ার পর সন্ধ্যা ৭টার দিকে চাল খালাস শুরু হয়েছে। এসব চাল যাচ্ছে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থাকা খাদ্য অধিদপ্তরের গুদামে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য অধিদপ্তর চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদূর্শী চাকমা। তিনি কালের কণ্ঠকে বলেন, সকাল পৌনে ১০টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে ভেড়ার পর চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা ও নিয়মিত প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৭টা থেকে চাল খালাস শুরু হয়েছে। ৮ থেকে ১০ দিন লাগতে পারে এসব চাল খালাস করতে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় চালান আসবে।
তিনি আরো জানান, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় এটি অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানীকৃত চালের প্রথম চালান। ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অংশ হিসেবে প্রথম দফায় ৪ লাখ ৯৩ হাজার ৮০০ বস্তায় ২৪ হাজার ৬৯০ টন চট্টগ্রামে এসেছে।
ভারতের কাকিনাড়া বন্দর থেকে ২৪ হাজার ৬৯০ টন সিদ্ধ চাল নিয়ে জাহাজটি গত বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
চালের দ্বিতীয় চালানটি জানুয়ারির প্রথম সপ্তাহে এসে পৌঁছাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন। আমদানি করা চাল দ্রুত খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে বলে চট্টগ্রাম বন্দর থেকে জানা গেছে। এসব চাল আসায় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। কমবে চালের দাম।
এমবি
আরও পড়ুন