ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ভারত থেকে ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৬, ৯ নভেম্বর ২০২৪ | আপডেট: ১১:২৩, ৯ নভেম্বর ২০২৪

দেশের বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে চাল আমদানির অনুমতির পাশাপাশি পুরোপুরি শুল্ক প্রত্যাহার করে নিয়েছে সরকার। সম্প্রতি শুল্ক প্রত্যাহার করে চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে ১৩ জন আমদানিকারক প্রায় ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের উপসহকারী উদ্ভিদ সংগোনিরোধে কর্মকর্তা ইউসুফ আলী।

ইতোমধ্যেই হিলি স্থলবন্দরের ৫ আমদানিকারক ৩৩ হাজার টন চাল আমদানির বরাদ্দ পেয়েছেন। তারা আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেছেন। অনুমোদন পেলে এলসি খোলা সাপেক্ষে চলতি সপ্তাহেই চাল আমদানি শুরু হতে পারে। 

এতে করে দেশের বাজারে চালের দাম কমে আসবে দাবি বন্দরের আমদানিকারকদের।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, চাল আমদানিতে ৬২.৫ ভাগ শুল্ক থাকায় ও আমদানির অনুমতি না থাকায় ভারত থেকে চাল আমদানি বন্ধ ছিল। সম্প্রতি সরকার দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছেন। এর পরে সরকার চাল আমদানির জন্য বরাদ্দ দিতে ব্যবসায়ীদের নিকট থেকে আবেদন গ্রহণ করেন। 

তিনি বলেন, সেই প্রেক্ষিতে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছিলাম আমরা। ইতোমধ্যেই হিলি স্থলবন্দরের ৫ জন আমদানিকারক সিদ্ধ ও আতপ মিলিয়ে ৩৩ হাজার টন চাল আমদানির বরাদ্দ পেয়েছেন। ইতোমধ্যেই তারা কৃষি মন্ত্রণালয়ে চাল আমদানির অনুমতি (আইপি) চেয়ে আবেদন করেছেন। 

আমদানিকারকরা এলসি খোলার জন্য প্রস্তুতি নিয়েছেন অনুমোদন পেলে অনেকেই এলসি খুলবেন। তবে ভারতে নুন্যতম রফতানি মূল্য ৪৯০ মার্কিন ডলার নির্ধারণ থাকায় চাল আমদানিতে নিরুৎসাহিত হচ্ছেন আমদানিকারকরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি