ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বোমা হামলায় ৪ পুলিশ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫২, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৫৭, ৬ জানুয়ারি ২০১৮

জঙ্গিদের বোমা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ৪ জন পুলিশ নিহত হয়েছেন। এ ঘনটায় আরোও দুজন আহত হয়েছেন। শনিবার কাশ্মিরের বারামুল্লার জেলার সুপরে শহরে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জঙ্গিদের এ হামলার ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, জঙ্গিরা কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বারামুল্লার জেলার সুপরে শহরে এ বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ৪ পুলিশ নিহত ও অপর ২ জন আহত হয়েছেন। হামলার সাথে জড়িতদের খোঁজতে পুলিশ ও সেনাবাহিনীর দল চেষ্টা চালাচ্ছে বলে জানান তারা। আহত পুলিশদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ আরো জানায়, হামলায় একটি মাকের্টের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পুলিশের ওপর জঙ্গি হামলার তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র:জিনহুয়া

এম/টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি