ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কাটেনি অনিশ্চিয়তা

প্রকাশিত : ১৭:২৪, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:২৪, ১০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

pak indবিশ্বকাপ টি-টুয়েন্টিতে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চিয়তা এখনো কাটেনি । নিরাপত্তার কারণে ধর্মশালা থেকে কোলকাতায় ম্যাচটি স্থানন্তর করা হয়। কিন্তু এখন কোলকাতাও এ  ম্যাচ হতে দেয়া হবে না বলে হুমকি দেয়া হয়েছে। ভারতের মাটিতে পাকিস্তানের ম্যাচের বিরুদ্ধে প্রথম থেকেই অবস্থান নিয়েছে অ্যান্টি টেররিস্ট ফ্রন্ট অব ইন্ডিয়া (এটিএফআই)। বুধবার তারা হুমকি দিয়েছে, দরকার হলে ইডেনের পিচ খুরে খেলার অনুপোযগী করা হবে, তবুও কোলকাতায় খেলা হতে দেয়া হবে না। এরআগে ধর্মশালায় গোর্খা সম্প্রদায়ের পক্ষ থেকে একই ধরনের হুমকি এসেছিল ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। এ ম্যাচের আগে ১৬ ই মার্চ কোলকাতাতেই পাকিস্তানের প্রথম ম্যাচ হওয়ার কথা রয়েছে। এখনো শহীদ আফ্রিদীর দল ভারতে আসেনি। তাদের সরকার খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি