ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ভারতকে ছাড়া বাংলাদেশের উন্নতি হবে না: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ২৮ সেপ্টেম্বর ২০২৪

ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এ সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ভারতের অবদানকে মনে রাখা উচিত বলেও উল্লেখ করেন। 

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবসে এক সরকারি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। 

মানিক সাহা বলেন, বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই। আমরা ভেবেছিলাম বাংলাদেশে উড়ান পরিষেবা শীঘ্রই  শুরু হবে,  কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি...এটা (ফ্লাইট চালু) নিশ্চিতভাবেই একদিন ঘটবে। ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না। আমাদের সেনাবাহিনী কী ধরনের ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ কী ধরনের সহায়তা  করেছে তা তাদের বোঝা উচিত। এটা ভুলে গেলে চলবে না।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরো বলেন, আমি  বারবার তাদের মনে করিয়ে দিতে চাইবো  ত্রিপুরার জনগণ কীভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল। আমরা সম্ভাব্য সব উপায়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি ... বাংলাদেশে যেভাবে চলছে সেভাবে চলতে পারে না।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, বাংলাদেশ ও শ্রীলংকার সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক ও গঠনমূলকই’ থাকবে। এই সম্পর্ক নিয়ে আগে থেকে কিছু ভেবে নেওয়া ঠিক হবে না। 

জয়শঙ্কর বলেছিলেন, দিনশেষে প্রতিটি প্রতিবেশীই তার নিজস্ব গতিতে নিজস্ব চিন্তাধারায় চলবে। আমরা তাদের বলব না যে তোমাদের প্রবাহ আমাদের পছন্দ অনুযায়ী হোক। তেমন বলা আমাদের ইচ্ছাও নয়। আজকের দুনিয়ায় এটাই সত্য। প্রতিটি দেশই নিজের পছন্দ অনুযায়ী নীতি ঠিক করে। অন্যদের সেই মতো বোঝাপড়া করতে হয়। সেইভাবে এগোতে হয়।

সূত্র : দ্য প্রিন্ট

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি