ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতকে হারিয়ে শিরোপা জিতলো পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ২৪ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

টানা দ্বিতীয়বারের মত ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতলো পাকিস্তান ‘এ’ দল। পঞ্চম আসরের ফাইনালে পাকিস্তান ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ‘এ’ দলকে। 

যদিও গ্রুপ পর্বে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিল পাকিস্তান।

এর আগে ২০১৯ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ আসরের শিরোপা জিতেছিল পাকিস্তান। ইমার্জিং এশিয়া কাপের পাঁচ আসরের মধ্যে সর্বোচ্চ দু’বার করে শিরোপা জয়ের নজির গড়লো  শ্রীলঙ্কা ও  পাকিস্তান। একবার শিরোপা জিতেছে ভারত।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট হাতে নেমে তায়েব তাহিরের সেঞ্চুরি ও অন্য দুই ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। 

তাহির ৭১ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় ১০৮ রান করেন । এছাড়া সায়েম আইয়ুব ৫৯ ও শাহিবজাদা ফারহান ৬৫ রান করেন।

জবাবে পাকিস্তানের বোলিং তোপে ৪০ ওভারে ২২৪ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন অভিষেক শর্মা। 

পাকিস্তানের হয়ে বাঁ-হাতি স্পিনার সুফিয়ান মুকিম ৩টি উইকেট নেন। 

ম্যাচ সেরা নির্বাচিত হন পাকিস্তানের তাহির।

প্রসঙ্গত, সেমিফাইনালে ভারতের কাছে ৫১ রানে হেরে এবারের টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ ‘এ’ দল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি