ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ভারতকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের মেয়েরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ২৩ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৯:৫৪, ২৩ অক্টোবর ২০২৪

শক্তিশালী ভারতের বিপক্ষে ড্র করলেই সেমিফাইনাল। হারলেও সেটির ব্যবধান যেন না হয় দুই গোলের বেশি। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে বাংলাদেশের সামনে এই ছিল সমীকরণ। কিন্তু সেসব সমীকরণ মেলাতে হয়নি। ভারতকে হারিয়েই নারীদের সাফের সেমিফাইনালে উঠেছে জেমস পিটার বাটলারের দল।

বুধবার(২৩ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। যেখানে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। 

ম্যাচের চারটি গোলই হয়েছে খেলার প্রথমার্ধে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড তহুরা খাতুন। অন্য গোলটি আসে ডিফেন্ডার আফঈদা খন্দকারের পা থেকে। ভারতের হয়ে ব্যবধান কমান অধিনায়ক বালা দেবী। এই জয়ের সুবাদে গ্রুপ রানার্সআপ হয়ে প্রতিযোগিতার শেষ চারে উঠল লাল সবুজের প্রতিনিধিরা। দুই খেলায় একটি হার ও একটি পরাজয়ে এক পয়েন্ট নিয়ে সাফ থেকে বিদায় নিল পাকিস্তান। 

ম্যাচের ১৮ মিনিটে প্রথম পাওয়া কর্ণার থেকে দুর্দান্ত গোলে বাংলাদেশকে লিড এনে দেন আফঈদা খন্দকার। সাবিনা খাতুনের কর্ণার কিক যায় অনেকটা ফাকায় থাকা আফঈদার কাছে। সামনে জটলা দেখেই কিনা এই ডিফেন্ডার বল কিছুটা উড়িয়ে মারেন সোজা বক্সে। ভারতের গোলরক্ষক লাফিয়ে বল ধরার চেষ্টা করেও লাভ হয়নি। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

গোলে এগিয়ে থেকেও আক্রমণে আরও ধার বাড়ায় বাংলাদেশ। চেষ্টা অব্যাহত রাখায় বাংলাদেশ লিড বাড়ায় খেলার ২৯ মিনিটে। এ সময় লিড দ্বিগুণ করেন তহুরা। মূলত তহুরা সঙ্গে ওয়ান টু খেলে বক্সে ঢুকেন সাবিনা। তবে তাকে আটকে বল ক্লিয়ার করে ভারত। যদিও মাঝ মাঠে বল পেয়ে যান বাংলাদেশের ডিফেন্ডার মাসুরা পারভীন। বল রিসিভ করে মাপা উড়ন্ত পাস নেন বক্সে থাকা তহুরাকে। গোলমুখ থেকে খুব সহজেই বক্সে বল জড়ান অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

৪২ মিনিটে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র বল দেওয়া-নেওয়ার মধ্যে বক্সের ওপর বল পান তহুরা। জোরালো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। 

পরের মিনিটেই অবশ্য ভারত এক গোল পরিশোধ করে। ভারতের আক্রমণে বাংলাদেশের গোলরক্ষক রূপনা গ্রিপ করতে পারেননি। গোলরক্ষকের হাত ফস্কে যাওয়া বলে হেডে জালে পাঠান ভারতীয় অধিনায়ক বালা দেবী।

বিরতির পরও বাংলাদেশের গোলের ক্ষুধা কমেনি। এসময় ভারতকে চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। জোড়া গোল করা তহুরা বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়ান। তবে শেষ পর্যন্ত চেষ্টা করেও আর কোনো দল গোল করতে পারেনি।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি