ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভারতকে ১১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১০:৪৮, ৩ জুলাই ২০১৭

চতুর্থ ওয়ানডেতে ভারতকে ১১ রানে হারিয়ে ২-১ এ ব্যবধানে থেকে সিরিজে সমতায় থাকার আশা বাঁচিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করে আসে দুই ওপেনার এভিন লুইস ও কাইল হোপ। আর ৩৯ বলের মোকাবেলায় শাই হোপ করেনে ২৫ রান। এছাড়া, জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে ১১ রান। ভারতের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন উমেশ যাদব ও হার্ডিক পান্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৭৮ রানেই গুটিয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন আজিঙ্কা রাহানে ও ৫৪ রান করেন মহেন্দ্র সিং ধোনি। ক্যারিবীয়দের হয়ে ৫ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি