ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতসহ ৩ দেশে ঈদের তারিখ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারত, ইন্দোনেশিয়ায় ও মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। এই তিনটি দেশেই আগামী সোমবার (৩১ মার্চ) উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর।

শনিবার (৩১ মার্চ) খালিজ টাইমস এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ায় আজ ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে।

এদিকে মালয়েশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দিয়েছে। আগামী সোমবার (৩১ মার্চ) দেশটিতে ঈদ উদযাপন করা হবে। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া। আগামীকাল রোববার সহজেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি।

এছাড়াও ভারতে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপন করা হবে। আগামীকাল, রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে। তবে আজ ২৮ রমজান পালন হচ্ছে বাংলাদেশের এই প্রতিবেশী রাষ্ট্রে।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি