ভারতীয় ভিসা জটিলতায় দেশীয় বাজারে নতুন সম্ভাবনা
প্রকাশিত : ১৫:২৩, ২১ মার্চ ২০২৫

প্রতি বছর ঈদ, বিয়ে ও অন্যান্য উৎসব উপলক্ষে বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক ভারতে কেনাকাটা করতে যেতেন। ভারতের বড় শপিং মল এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতি তাদের ব্যাপক আকর্ষণ ছিল। তবে এবার চিত্র বদলেছে। ভিসা জটিলতার কারণে ভারতমুখী কেনাকাটা ব্যাহত হওয়ায় স্থানীয় বাজারে নতুন গতি এসেছে। দেশের অর্থনীতি এতে ইতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে, এবং ব্যবসায়ীদের জন্যও নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
দ্বিপাক্ষিক সুসম্পর্কের কারণে দীর্ঘদিন ধরেই বাংলাদেশিরা ভারতের শপিং মল ও আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট ছিলেন। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পর ভিসা প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হওয়ায় বাংলাদেশিদের ভারতে যাওয়া কমেছে। তবে এতে দেশীয় ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। ঢাকার যমুনা ফিউচার পার্ক, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, বরিশালের শপিংমল ও বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে।
এক বিক্রেতা জানান, "আগে আমাদের অনেক ক্রেতা ভারতে যেতেন, কিন্তু এবার তারা স্থানীয় বাজারেই কেনাকাটা করছেন। ফলে বিক্রি বেড়েছে, বিশেষ করে পোশাক, গয়না, কসমেটিক্স পণ্যে চাহিদা তুঙ্গে।"
ভারতে গিয়ে কেনাকাটার প্রবণতা কমায় দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর বিক্রি বেড়েছে। দ্রুত ডেলিভারি, মূল্য ও গুণগত মান যাচাইয়ের সুযোগ থাকায় অনলাইন কেনাকাটায় মানুষের আগ্রহ বেড়েছে।
দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো ডিসকাউন্ট অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করছে। শপিংমলগুলো নতুন পণ্য সংযোজন করছে এবং দাম নাগালের মধ্যে রাখায় ক্রেতাদের আগ্রহ বাড়ছে। ব্যবসায়ীরা বাজার সম্প্রসারণের কৌশল নিচ্ছেন, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
ভারতের ভিসা জটিলতার কারণে চিকিৎসার জন্য বাংলাদেশিরা এখন চীন ও থাইল্যান্ডের দিকে ঝুঁকছেন। ইতোমধ্যে চীনের ইউনান প্রদেশে চিকিৎসা নিতে গেছেন অনেক বাংলাদেশি।
বাংলাদেশিদের বিদেশে ক্রেডিট কার্ড খরচে ভারত শীর্ষস্থান থেকে সাত নম্বরে নেমে এসেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও যুক্তরাজ্যে বেশি খরচ হচ্ছে।
সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, "ভারতে কেনাকাটার পরিবর্তে অনেকেই দেশেই খরচ করছেন, এতে দেশীয় পণ্যের বিক্রি বাড়ছে। পাশাপাশি, গ্লোবালাইজেশন বাড়ায় বাংলাদেশিরা এখন অন্যান্য দেশে খরচ করছেন।"
ভারতের ভিসা জটিলতা দেশীয় ব্যবসার জন্য একটি নতুন সুযোগ তৈরি করেছে। এটি ভবিষ্যতে দেশের বাজারে স্থায়ী পরিবর্তন আনতে পারে এবং স্থানীয় অর্থনীতিকে আরও চাঙা করতে সহায়ক হবে।
এমবি//
আরও পড়ুন