ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ৩ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে ভারতীয় দূতাবাসের সামনে বাড়তি নিরাপত্তা দেখা গেছে।

ভারতীয় দূতাবাসে প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে রাজধানীর শাহজাদপুর এবং কূটনৈতিক জোন বলে পরিচিত সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।

বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাসগামী কিছু রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে মহানগর পুলিশের গুলশান বিভাগ।

দূতাবাসের নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যও রয়েছেন।

গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ সাংবাদিকদের বলেন, গতকাল আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচির ডাক দিয়েছে।

তিনি বলেছেন, দূতাবাস এলাকায় বিশৃঙ্খলা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি