ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভারতে কন্ডমের বিজ্ঞাপনে রাত ১০ টা থেকে ভোর ৬ টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১৩ ডিসেম্বর ২০১৭

টিভি চ্যানেলে কন্ডোমের বিজ্ঞাপন সম্প্রচারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বলা হয়েছে, রাত দশটা থেকে পরের দিন ভোর ছটা পর্যন্ত কন্ডমের বিজ্ঞাপন দেখানোর ওপরে কোনো বাধা থাকবে না।

দিনের বেলায় শিশুরা টিভি দেখে। তাই কন্ডমের বিজ্ঞাপনগুলো তাদের ওপরে খারাপ প্রভাব ফেলতে পারে। এ কারণেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে মন্ত্রণালয় জানাচ্ছে।

দেশের সবকটি টিভি চ্যানেলের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই নির্দেশনা পাঠিয়েছে।

জাতীয় শিশু সুরক্ষা কমিশনও কন্ডমের বিজ্ঞাপনের সময়সীমা বেঁধে দেওয়ার এই সরকারি নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন।

কেউ কেউ মনে করছেন যে, কন্ডমের বিজ্ঞাপনগুলো আজকাল একটু বেশিরকমেরই উত্তেজক হয়ে যাচ্ছে। পরিবার নিয়ন্ত্রণ বা এইডস্-এর মতো মারণ রোগের প্রতিরোধে কন্ডমের যে গুরুত্ব, সেই বার্তা কিছুটা খাটো হয়ে যাচ্ছে।

গত সেপ্টেম্বরে পর্নোস্টার সানি লিওন অভিনীত একটি কন্ডোমের বিজ্ঞাপনকে কেন্দ্র করে গুজরাটের সুরাট শহরে ব্যাপক প্রতিবাদ হয়। হিন্দু যুব বাহিনী ওই বিজ্ঞাপনটির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।

সূত্র: বিবিসি

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি