ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়ালো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ৪ মে ২০২১

ভারতের করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা মঙ্গলবার ২ কোটি ছাড়িয়ে গেছে। দেশটির হাসপাতালগুলোতে করোনা রোগির ব্যাপক চাপ অব্যাহত থাকার মধ্যেই সরকারি উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ উপাত্ত অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরো ৩ লাখ ৫৭ হাজার ২২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ৩ লাখে দাঁড়ালো।

একই সময়ে ভারতে করোনায় নতুন করে আরো ৩ হাজার ৪৪৯ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ২২ হাজার ৪০৮ জনে দাঁড়ালো। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি