ঢাকা, শনিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ভারতে কুম্ভমেলায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার সময় ১০ জন ভক্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয়দের বরাতে এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় বাসের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতরা সবাই মহাকুম্ভ মেলায় যাচ্ছিলেন।

জানা গেছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উৎসবকে বলা হয় মহাকুম্ভ মেলা। সেখানে যোগ দিতে ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে একদল ভক্ত গাড়ি করে যাচ্ছিলেন। অপরদিকে রাজগড় জেলা থেকে আরেকটি গাড়িতে করে আসছিল একদল ভক্ত। এরপর উভয় বাসের সংঘর্ষ হয় প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং ত্রাণ কাজ ত্বরান্বিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগেও গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদদলিত হয়ে ৪০ জন নিহত হন। এ ছাড়া গত সপ্তাহে মহাকুম্ভ মেলা থেকে ফিরে আসার পথ সাতজন মারা যান।

এনডিটিভি জানিয়েছে, ভারতে ১৩ জানুয়ারি শুরু হওয়া এই মহাকুম্ভ মেলা শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি