ভারতে গাড়ি দুর্ঘটনায় চার ফুটবলারের মৃত্যু
প্রকাশিত : ১৩:০৭, ১১ আগস্ট ২০১৮
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য এবং উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র সিকিম থেকে ম্যাচ খেলে ফেরার পথে গাড়ি খাদে পড়ে মারা গেলেন চার ফুটবলার৷ এ ঘটনায় গুরতর আহত হয়েছেন আরও পাঁচ ফুটবলার।
শুক্রবার বিকেলে পূর্ব সিকিমের খামডংকের কাছে ফুটবলারদের গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে৷ গাড়িতে ৯জন ফুটবলার ছিলেন। তারা সিকিম ফুটবল দলের সদস্য ছিলেন৷
নিহতরা হলেন- সতীশ সিং(১৮), তারা ছেত্রী(২৭০, সন্দেশ রাই(১৮) এবং রাজকুমার রাই(২৩)৷
জানা যায়, প্রচুর বৃষ্টি হয়েছে পূর্ব সিকিমের বিভিন্ন অঞ্চলে৷ স্বভাবতই পাহাড়ি রাস্তায় বৃষ্টি ফলে যোগাযোগ আরও জটিল হয়ে গেছে৷ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল পূর্ব সিকিমে৷ এই টুর্নামন্টে ভাগ নিতেই সিকিমের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন ফুটবলাররা৷ ম্যাচ শেষে ফেরার সময় ফুটবলারেদর গাড়িটি খাদে পড়লে ঘটনাস্থলেই মারা যান তারা।
সূত্র: কলকাতা ২৪x৭
একে//