ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে চালু হচ্ছে ইঞ্জিনবিহীন ট্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ২৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:১৬, ২৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

এবার চমক নিয়ে আসছে ভারতীয় রেলওয়ে। আগামী ২৯ অক্টোবর প্রথম বার যাত্রা শুরু করবে ইঞ্জিনবিহীন ট্রেন। যার নাম রাখা হয়েছে ‘ট্রেন ১৮’। তবে এই দৌড় ‘ট্রায়াল রান’। বলা হচ্ছে, গতিতে শতাব্দী এক্সপ্রেসকে হার মানাবে এই ট্রেন।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিমি। ষোলো বগির এই ট্রেন ‘ট্রায়াল রান’-এ সফল হলে আরও তিন-চারটি ‘ট্রায়াল রান’-এ নামানো হবে সেটিকে। সব কিছু ঠিকঠাক থাকলে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাজেশনের হাতে তুলে দেওয়া হবে ১০০ কোটি টাকা খরচে তৈরি ইঞ্জিনবিহীন এই ট্রেনটিকে।

উল্লেখ্য, ট্রেনের সর্বত্র রয়েছে সিসিটিভি ক্যামেরা। রয়েছে জিপিএস সিস্টেম। আধুনিক প্রযুক্তিতে তৈরি করা এই ট্রেন এমন ভাবে তৈরি, সব যাত্রীরাই সরাসরি চালকের কেবিন দেখতে পাবেন।

গত ১৮ মাস ধরে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে এই ব্যয়বহুল ট্রেনটি।

সূত্র : এবেলা

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি