ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৯৬ জন নিহত

প্রকাশিত : ১৩:০৭, ২০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩০, ২০ নভেম্বর ২০১৬

ভারতের উত্তর প্রদেশে ইন্দোর-পাটনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৯৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়ে আছে আরো অনেকে। উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দল। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশংকা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার ভোররাত ৩টা। ইন্দোর-পাটনা এক্সপ্রেস ট্রেনে ঘুমিয়ে থাকা মানুষগুলোর ওপর নেমে আসে ভয়াবহ বিপর্যয়। উত্তর প্রদেশের কানপুর থেকে প্রায় একশ কিলোমিটার দূরে পুখরাইয়ায় হঠাৎ করে লাইনচ্যুত হয় ট্রেনের ১৪টি বগি। দুমড়ে মুচড়ে যায় বেশ কটি বগি।  এরপরই বের করে আনা একের পর এক মৃতদেহ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এস-টু বগিটি। আহতের সংখ্যা একশ ছাড়িয়েছে। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দল। গ্যাস কাটারসহ ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তুপের ভেতরে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তি দেয়ার কথা জানিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। এদিকে দুর্ঘটনার পর পরই টুইটারে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে রেলমন্ত্রীকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি