ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২৩, আহত ৭০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩, ২০ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৫৯, ২০ আগস্ট ২০১৭

ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। খবর এনডিটিভি ও টাইম্‌স অব ইন্ডিয়ার।


শনিবার সন্ধ্যায় রাজধানী নয়া দিল্লি থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মুজাফফরনগরের খাতাউলিতে এ দুর্ঘটনা ঘটে।


শুক্রবার রাত ৯টায় ওড়িষ্যার পুরি থেকে ছেড়ে আসা উৎকল এক্সপ্রেস উত্তরখান্ডের হরিদ্বারের উদ্দেশ্যে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে, ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়।


লাইনচ্যুত বগিগুলোর একটি রেল লাইনের পাশের একটি ঘরে উঠে যায়, দুটি বগির একটি আরেকটির উপর উঠে যায়।


কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু এ দুর্ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন। ভারতের রেল কতৃপক্ষ বলছে, ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের চালক ও সহকারীরা চলন্ত অবস্থায় আনঅফিসিয়াল কাজকর্মে ব্যস্ত ছিল। তারা দূরত্ব বাধা মানে নি। এমনকি ফ্লাগের নির্দেশনাও অমান্য করেছে।


খাতাউলি শহরের বাসিন্দারা ছুটে গিয়ে প্রথমে যাত্রীদের উদ্ধার শুরু করে। পরে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সসহ (এনডিআরএফ) অন্যান্য বাহিনী উদ্ধার কাজে যোগ দেয়।


স্থানীয়দের হাতে উদ্ধার হওয়া ৪০ বছর বয়সী এক নারী বলেন, বিকট শব্দ হয়। এরপর আর্তনাদ আর সহায়তার জন্য কান্না শোনা যায়।


এ ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেছেন, কারও গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


দুর্ঘটনায় হতাহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। নিহত প্রত্যেকের পরিবারকে সাড়ে তিন লাখ রুপি, গুরুতর আহতদের ৫০ হাজার এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি করে দেওয়া হবে।
গত বছর নভেম্বরে উত্তর প্রদেশের কানপুরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি