ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে দৈনিক শনাক্ত ৩ লাখের উপরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ২৪ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ভারতে দাপট দেখাচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৬৪ জন। রোববারের থেকে ২৫ হাজারের কম। দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩৯ জনের।

ভারতে করোনা পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ২০ দশমিক ৭৫ শতাংশ। মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২২ লাখ ৪৯ হাজার ৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন দুই লাখ ৪৩ হাজার ৪৯৫ জন। দেশটিতে সুস্থতার হার ৯৩ দশমিক ০৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মোট করোনা পরীক্ষা হয়েছে ১৪ লক্ষ ৭৪ হাজার ৭৫৩ জন।

দৈনিক পজিটিভিটি রেট একলাফে বেড়ে হয়েছে ২০ দশমিক ৭৫ শতাংশ। এদিকে এরই মধ্যে মহারাষ্ট্রে সোমবার থেকে খুলেছে স্কুল। প্রথম থেকে দ্বাদশ সব শ্রেণির পড়ুয়াই স্কুলে আসতে পারবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। পড়ুয়াদের স্কুলে পাঠানোর বিষয়ে ৯০ শতাংশ অভিভাবকের সম্মতি মিলেছে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকারের পক্ষে স্কুলগুলোকে কোভিড প্রোটোকল যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, গত একদিনে রাজ্যে কমেছে পজিটিভি রেট। তবে ভাবনার বিষয় হল, বেড়েছে আক্রান্তের সংখ্যা। রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্য়ান অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন। আর পজিটিভিটি রেট কমে হয়েছে ১১ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ প্রতি একশ’ জনে করোনা পজিটিভ ১১ জনেরও বেশি। শুক্রবার আক্রান্তের হার ছিল ১২ দশমিক ৫৮ শতাংশ।
সূত্র: জি২৪
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি