ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

ভারতে দৈনিক সংক্রমণ ৫৫ শতাংশ বৃদ্ধি, বেড়েছে মৃত্যুও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ৫ জানুয়ারি ২০২২

বিশ্বের অন্যান্য দেশের মত ভারতেও ঝড়ের গতিতে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। এবার এক লাফে প্রায় ৫৫ শতাংশ বাড়ল দেশটির দৈনিক সংক্রমণ।

মঙ্গলবার দৈনিক সংক্রমণ ছিল ৩৭ হাজার ৩৭৯। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ২১ হাজারেরও বেশি বেড়েছে। 

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। মৃত্যুর সংখ্যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৪ গুণ বেড়েছে।

মঙ্গলবার দেশটিতে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল ১২৪। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু। এদিন ৫৩৪ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: আনন্দবাজার
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি