ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভারতে পর্যটন বই থেকে তাজমহল বাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ৪ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৬:২০, ৪ অক্টোবর ২০১৭

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পর্যটন বিভাগের নতুন এক বইয়ে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন তাজমহল নিয়ে কোনো লেখা না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।

দেশটির সাংবাদিক, রাজনীতিক এবং সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে ১২ হাজার টুইট করা হয়েছে।

হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি নেতা যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের ক্ষমতায় আসার ছয় মাস পর এই বই প্রকাশ হলো। বইটিতে রাজ্যের পর্যটন প্রকল্পের কথা ছাড়াও, বেশ কিছু বিখ্যাত পর্যটন স্পটের উল্লেখ রয়েছে।

এসব জায়গার মধ্যে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ গোরকপুর শহরে যে মন্দিরের প্রধান পুরোহিত, সেই মন্দিরের কথা থাকলেও রাজ্যের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থাপনা তাজমহলের উল্লেখই নেই।

এর আগে তাজমহল সম্পর্কে যোগী আদিত্যনাথ বলেছিলেন, ভারতীয় সংস্কৃতির সাথে তাজমহলের কোনো সম্পর্ক নেই। সপ্তদশ শতাব্দীতে তৎকালীন মুঘল সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রীর স্মরণে তাজমহল নির্মাণ করেছিলেন।

এদিকে সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন মহল। প্রেরণা বক্সি নামে একজন টুইটারে লিখেছেন, ‘তাজমহল এখন আর পর্যটন গন্তব্য নয়। ইউনেস্কোর এখন উচিৎ গোরকপুরে যোগী আদিত্যনাথের গোশালাকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করা।’

ধ্রুব রথি নামে একজন লিখেছেন, ‘যোগী সরকার আমাদের দেশের ঐতিহ্যকে অসম্মান করেছে। আন্তর্জাতিক মিডিয়াতে এ নিয়ে এখন পরিহাস চলবে।’

মাধু পূর্ণিমা কিশওয়ার নামে একজন লিখেছেন, ‘তাজমহল নিয়ে যোগী আদিত্যনাথের এই বিতর্ক তৈরি করা নিতান্তই আহাম্মকি।’

চাপে পড়ে রাজ্যটির পর্যটন বিভাগের এক কর্মকর্তা জানান, এই বইটি উত্তর প্রদেশের পর্যটনের কোনো গাইড হিসেবে ছাপা হয়নি।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি