ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

ভারতে পাচারের শিকার শিশুসহ ৩ নারীকে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৭, ৩ জুন ২০২৪

ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার বাংলাদেশি তিন নারী ও এক শিশুকে দুই বছর পর যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার (২ জুন) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় বিজিবিসহ অন্যান্য সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

ফেরত আসা নারীরা হলেন, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নালুয়া গ্রামের কুদ্দুসের মেয়ে শাহিনুর আক্তার মনি (৩৪), তার শিশু সন্তান হাফসা মনি (০৬), ঢাকার রূপনগর মিরপুরের শিশু সন্তান হাফসা মনি (০৬), নারায়ণগঞ্জের ফতুল্লার আকবার আলীর মেয়ে আঁখি আক্তার (৩৫) ও  বরিশালের বানারিপাড়ার মিজান মিয়ার মেয়ে নুপুর আক্তার (৩৮)। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করবে। 

মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়। 

রাতেই এদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি