ভারতে পালানোর সময় এস আলমের এক কর্মকর্তা গ্রেপ্তার
প্রকাশিত : ২২:৫০, ২৫ অক্টোবর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত পালানোর চেষ্টাকালে এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কর্মকর্তার নাম সুজন কান্তি দে (৪৪)।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সুজন এস আলম গ্রুপের সিনিয়র ডেলিভারি অফিসার। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামের সঞ্জিত কান্তি দের ছেলে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. খাইরুল আলম জানান, বিকেলে সুজন কান্তি দে ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। তার বিরুদ্ধে এস আলম গ্রুপের কর্ণধারকে বিদেশে অর্থপাচারের কাজে সহযোগিতা করার অভিযোগসহ আনোয়ারা থানায় মামলা রয়েছে।
আনোয়ারা থানা পুলিশের রিকুইজিশনের প্রেক্ষিতে সুজনের বহির্গমন রোধ করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভ(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার তালশহপ পূর্ব ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আশুগঞ্জ উপজেলার লামা বাইকের আনিসুল হকের ছেলে।
তার বিরুদ্ধে ঢাকা শাহবাগ থানায় ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পৃথক দুটি বিস্ফোরক মামলা রয়েছে।
এএইচ
আরও পড়ুন